Wednesday, June 26, 2013

আসুন ট্রান্সমিটার তৈরি করি! [পর্ব-০২] :: আপনার পছন্দের গান 600 Feet এর মধ্যে প্রচার করার জন্য ভাল মানের একটি FM ট্রান্সমিটার তৈরি করুন!

তার আগে বলে নিই এটা দিয়ে কি কি করা যাবে :
  • আপনার মোবাইল, পিসি বা ল্যাপটপে বাজানো গান বিনা তারে FM Radio তে বাজাতে পারবেন !
  • আপনার Car এর ভিতর মোবাইল দিয়ে গান বাজিয়ে সেটি Car এর FM Radio তে শুনতে পারবেন !
  • আপনার গিটারের সাথে এটি কানেক্ট করে গিটারের শব্দ FM Radio তে শুনতে পাবেন !
  • এর জন্য আপনাকে কোন FM মাইক্রোফোন কিনতে হবে না ! শুধু নিচের কম্পোনেন্ট গুলো সংগ্রহ করুন :
    • 1. BC547 এই নাম্বারের ট্রানজিস্টর 2 টি !
    • 2. ক্যাপাসিটর 10pf যার কোড হল 10 ! অর্থাত্‍ 10 নাম্বারের pf 2 টি !
    • 3. ক্যাপাসিটর 22n যার কোড 223 এই নাম্বারের pf 1 টি
    • 4. ক্যাপাসিটর 1n যার কোড 102 এই নাম্বারের pf 1 টি
    • 5. ক্যাপাসিটর 100n যার কোড 104 এই নাম্বারের pf 1 টি
    • 6. ক্যাপাসিটর 39p যার কোড 39 এই নাম্বারের pf 1 টি
    • 7. রেজিস্ট্যান্স 330 ওহম 2 টি , যার কালার কমলা কমলা বাদামী সোনালী
    • 8. রেজিস্ট্যান্স 470 ওহম একটি যার কালার হলুদ বেগুনি বাদামী সোনালী
    • 09. রেজিস্ট্যান্স 47 কিলোওহম একটি , যার কালার হলুদ বেগুনি কমলা সোনালী
    • 10. রেজিস্ট্যান্স 150 কিলোওহম একটি , যার কালার বাদামি সবুজ হলুদ সোনালী
    • 11. ট্যান্ক সার্কিট বা RF কয়েল একটি ! এটি আপনি নিজেই তৈরী করতে পারবেন ! 20 অথবা 22 গেজের তামার তার একটি পেনসিলের উপর রেখে 6 থেকে 8 পাক দিয়ে এটি তৈরী করতে পারবেন ! মোটর ওয়েন্ডিং এর দোকান থেকে এই তামার তার সংগ্রহ করতে পারবেন !
    • 12. ক্যাপাসিটর 47p যার কোড 47 এই নাম্বারের pf 1 টি
    • 13. একটি ইলেক্ট্রিক মাইক্রোফোন ! এটি পুরাতন ক্যাসেট প্লেয়ার থেকেও সংগ্রহ করতে পারবেন !
    • 14.একটি ছোট লাল আলোর LED .
    • 15.একটি ছোট সুইচ
    • 16. দুইটি পেনসিল ব্যাটারী !
    • 17. 35 থেকে 40 সেমি তার !
    এগুলো সংগ্রহ করে নিচের চিত্রের মত করে সংযোগ দিন !
    TTC Tunes আপনি যদি মনে করেন যে লাল LED আপনার ব্যাটারীর চার্জ নষ্ট করবে তাহলে ওটা বাদ দিতে পারেন !
    TTC Tunes সংযোগ দেওয়া হয়ে গেলে যেই ডিভাইস থেকে আপনি গান ট্রান্সমিট করতে চান ওটার Audio output লাইন এর সাথে সার্কিটের Audio input এর সংযোগ দিন ! এবার FM Radio চালু করে 106 থেকে 108 মেগাহার্জের যেকোন একটি স্থানে রাখুন ! এরার সার্কিটের কয়েলের এক পাশে হাত দিয়ে আস্তে আস্তে নারাচারা করুন ! তাহলেই দেখবেন আপনার FM Radio তে ওই গান পরিস্কার ভাবে শোনা যাইতেছে যেটি আপনি ট্রান্সমিট করতেছেন ! আপনি যদি অন্য Radio তে শুনতে চান তাহলে যেই মেগাহার্জে আপনার Radio তে গান বাজতেছে সেটি সিলেক্ট করুন ! আপনি যেই ডিভাইস দিয়ে সার্কিটে গান প্রবেশ করিয়েছেন তার সাউন্ড একটু কম দিবেন ! তা না হলে অতিরিক্ত বেজের করানে Radio তে সাউন্ড ভাল শোনাবে না ! আপনার সাউন্ড সিস্টেমে যদি ভলিউম কমানোর সিস্টেম না থাকে বা অল্প সাউন্ডেই অতিরিক্ত বেজ চলে আসে যার ফলে ট্র্যান্সমিট করা সাউন্ড Radio তে পরিস্কার শোনা যায় না , তাহলে 100k মানের একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়ে ইনপুট লাইলেই সাউন্ড কন্ট্রোল করে নিতে পারেন !
    TTC Tunes এই ট্র্যান্সমিটারের এন্টিনা হিসাবে 2 হাত তার ব্যাবহার করলে 150 ফিট এর মত দূরুতে Radio তে শোনা যাবে ! আপনি যদি ভাল মানের এন্টিনা ব্যাবহার করেন তহলে এটি 600 ফিট দূরুত্ব পর্যন্ত ট্র্যান্সমিট করতে পারবে ! রেডিও তে যেই এন্টিনা থাকে আপনি সেটিও ব্যাবহার করতে পারবেন !

    No comments: