Friday, June 21, 2013

► হাতের তালি দিয়ে অন অফ করুন আপনার যেকোন জিনিস ◄

হাতের তালি বা শব্দ সাহায্য কোন কিছু অন বা অফ করা গেলে কেমন হয় নিশ্চয় মন্দ না আমি আজ যে সার্কিট ডায়াগ্রাম টি সাথে আপনাদের পরিচয় করে দিবো , এ দিয়ে আপনারা কাজ টি করতে পারবেন
এর কয়েকটি অংশ রয়েছে যেমন -

সাউন্ড ট্রিগার জেনারেটর
ক্লক পালস জেনারেটর ও ক্লক পালস কাউন্টার
হাতের তালি বা শব্দ গ্রহন করার জন্য একটি কন্ডেসার মাইক্রোফন ব্যবহার করা হয়েছে, ১নং ট্রানজিস্টারটি শব্দে এম্পলিফাই করা জন্য ব্যবহার করা হয়েছে
ক্লক পালস জেনারেটর তৈরী করা হয়েছে ৫৫৫ আইসি দিয়ে
ক্লক পালস কাউন্টার তৈরী করা হয়েছে ৪০১৭ আইসি দিয়ে

৪০১৭ আইসি টি কাজ পালস গণনা করা , কারন একবার হাত তালি দিলে ১ম আইসি টি একবার ট্রিগার করবে এর ফলে ২য় আইসির ২য় পিনটি ( ১ম আউটপুট ) হাই হয়ে যাবে এরপর আবার হাত তালি দিলে ২য় আউটপুট সক্রিয় হবে একইভাবে পর্যায়ক্রমে অন্যান্য আউটপুট গুলো সক্রিয় হবে

৪০১৭ আইসিতে মোট ১০ টি আউটপুট রয়েছে, প্রয়োজন মতো যে কয়টি ইচ্ছা সে কয়টি আউটপুট ব্যবহার করা যাবে তবে মনে রাখবেন যে কয়টি আউটপুট ব্যবহার করা হবে তার পরের আউটপুট থেকে রিসেট পিন সাথে সরাসরি সংযুক্ত করতে হবেআইসির ০ আউটপুট ( ৩নং পিন ) কোন ক্লক পালস ছাড়াই হাই হয়ে যাই তাই ২নং পিন (১ম আউটপুট) থেকে শুরু করতে হবে৪০১৭ আইসির ১৬নং পিন পজিটিভ , ৮নং পিন নেগেটিভ এবং ১৫ পিন রিসেট টার্মিনাল প্রতিটি আউটপুট হাই হয়ে যাওয়ার সাথে সাথে একটি এলইডি জল্বে শুধু মাএ অন বা অফ করার জন্য দুটি আউটপুট ব্যবহার করতে হবে

তৈরী করতে যা যা লাগবে :

আইসি:- ( NE555 Timer , CD-4017 decade counter )
রেজিস্টার:- ( R1 - 10k, R2 - 1.2m, R3 - 2.2k, R4 - 150k, R5 - 220k, R6 - 10k)
ট্রানজিস্টার:- (T1 - Bc 148, T2 ,T3 ,T4 - BEL 187
ক্যাপাসিটর ( C1,C2 - 0.1 mfd/16v, C4- 4.7 mfd/16v , C5 - 0.01 mfd/16v , C6 - 1000mfd/16v )
ডায়োড:- ( D1,D2 -IN4001)
এলইডি :-3pic
মাইক:- কন্ডেসার মাইক

2 comments:

Unknown said...

সার্কিট ডায়াগ্রামের ড্রয়িংটা পরিষ্কার নয়, বুঝা যাচ্ছে না,,,, দয়া করে বুঝা যায় এমন একটা দিবেন।

yachivalentine said...

Play Roulette Online for Free at the Best Casinos in Ireland
Casinos with Roulette — Play roulette online for free 리턴벳 at the best casinos 룰렛 프로그램 in 있습니다 Ireland · BetVictor. CasinoBest for Roulette · BetVictor. Best for betting Roulette · BetVictor. Best 배당흐름