যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ ধরে রাখা! ক্যাপাসিটান্স বেশি মানে সেটি
বেশি চার্জ ধরে রাখতে পারে ! ক্যাপাসিটান্স পরিমাপ করা হয় ফ্যারাড দিয়ে,
যার প্রতিক F. যাইহোক, 1F এই মান খুব বেশি ! সুতরাং কম মানের
ক্যাপাসিটান্সের আগে আমরা Prefixes ব্যবহার করব ! তিন ধরনের Prefixes আমরা
ব্যবহার করতে পারি µ (micro), n (nano) এবং p (pico).
অর্থাত্ এক ধরনের ক্যাপাসিটর আছে যার অ্যানোড ক্যাথোড আছে এটি হল পোলারিষ্ট ক্যাপাসিটর ! আর আরেক ধরনের ক্যাপাসিটর আছে যার কোন অ্যানোড ক্যাথোড নেই এটি হল আনপোলারিষ্ট ক্যাপাসিটর ! পোলারিষ্ট ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয় না ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় তাই এটি ইলেকট্রনিক্সের দোকানে সহজে পাওয়া যায়. পোলারিষ্ট ক্যাপাসিটরের চিত্র ও প্রতিক দেখুন!
আনপোলারিষ্ট ক্যাপাসিটরে ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় না, কোড ব্যবহার করা হয় ! এটিও দোকানে পাওয়া যায় কিন্তু ক্যাপাসিটান্সের মান অনুযায়ী পাবেন না, কোড অনুযায়ী পাবেন ! আমরা যারা হবিষ্ট নেট থেকে অনেক সার্কিট খুজে পাই, কিন্তু ওইসব সার্কিটে যে সব ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলোর কোড দেওয়া থাকে না, ক্যাপাসিটান্সের মান দেওয়া থাকে ! আর দোকানীরা ক্যাপাসিটান্সের মান অনুযায়ী আনপোলারিষ্ট ক্যাপাসিটর দিতে পারে না, কারন তারা আনপোলারিষ্ট ক্যাপাসিটরের ক্যাপাসিটান্সের মান বোঝে না, তারা কোড বোঝে ! তাই আপনিও ক্যাপাসিটরের অভাবে ওই সার্কিটটি তৈরী করতে পারেন না ! যেমন আমি 2006 সালে একটি FM ট্রান্সমিটার তৈরী করতে চেয়েছিলাম কিন্তু এই ক্যাপাসিটরের অভাবে পারি নাই! কারন সার্কিটে যেই মানের ক্যাপাসিটর দেওয়া আছে সেই মান দোকানীরা বোঝে না ! অনেক কষ্ট করে আমি এই মান থেকে কোড বের করা শিখেছি, আর তারপর ওই মানের ক্যাপাসিটর রেডিও মেকারের দোকানে অনেকগুলো পেয়েছিলাম ! আর তখনি আমি FM ট্রান্সমিটার তৈরী করতে পেরেছিলাম ! যাই এবার আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপাসিটান্সের মান থেকে কোড বের করতে হয় !
চিত্র ও প্রতিক দেখুন!
একটু লক্ষ্য করুন,
- µ মানে 10-6 (millionth), সুতরাং, 1000000µF = 1F
- n মানে 10-9 (thousand- millionth), সুতরাং 1000nF = 1µF
- p মানে 10-12 (million- millionth), সুতরাং 1000pF = 1nF
- 1nF = 1000PF,
- 1µF = 1000000PF
দুই ধরনের ক্যাপাসিটর আছে
একটি পোলারিষ্ট আর আরেকটি হল,আনপোলারিষ্ট !অর্থাত্ এক ধরনের ক্যাপাসিটর আছে যার অ্যানোড ক্যাথোড আছে এটি হল পোলারিষ্ট ক্যাপাসিটর ! আর আরেক ধরনের ক্যাপাসিটর আছে যার কোন অ্যানোড ক্যাথোড নেই এটি হল আনপোলারিষ্ট ক্যাপাসিটর ! পোলারিষ্ট ক্যাপাসিটরে কোড ব্যবহার করা হয় না ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় তাই এটি ইলেকট্রনিক্সের দোকানে সহজে পাওয়া যায়. পোলারিষ্ট ক্যাপাসিটরের চিত্র ও প্রতিক দেখুন!
আনপোলারিষ্ট ক্যাপাসিটরে ক্যাপাসিটান্সের মান ব্যবহার করা হয় না, কোড ব্যবহার করা হয় ! এটিও দোকানে পাওয়া যায় কিন্তু ক্যাপাসিটান্সের মান অনুযায়ী পাবেন না, কোড অনুযায়ী পাবেন ! আমরা যারা হবিষ্ট নেট থেকে অনেক সার্কিট খুজে পাই, কিন্তু ওইসব সার্কিটে যে সব ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলোর কোড দেওয়া থাকে না, ক্যাপাসিটান্সের মান দেওয়া থাকে ! আর দোকানীরা ক্যাপাসিটান্সের মান অনুযায়ী আনপোলারিষ্ট ক্যাপাসিটর দিতে পারে না, কারন তারা আনপোলারিষ্ট ক্যাপাসিটরের ক্যাপাসিটান্সের মান বোঝে না, তারা কোড বোঝে ! তাই আপনিও ক্যাপাসিটরের অভাবে ওই সার্কিটটি তৈরী করতে পারেন না ! যেমন আমি 2006 সালে একটি FM ট্রান্সমিটার তৈরী করতে চেয়েছিলাম কিন্তু এই ক্যাপাসিটরের অভাবে পারি নাই! কারন সার্কিটে যেই মানের ক্যাপাসিটর দেওয়া আছে সেই মান দোকানীরা বোঝে না ! অনেক কষ্ট করে আমি এই মান থেকে কোড বের করা শিখেছি, আর তারপর ওই মানের ক্যাপাসিটর রেডিও মেকারের দোকানে অনেকগুলো পেয়েছিলাম ! আর তখনি আমি FM ট্রান্সমিটার তৈরী করতে পেরেছিলাম ! যাই এবার আমি আপনাদের শিখাবো কিভাবে ক্যাপাসিটান্সের মান থেকে কোড বের করতে হয় !
- প্রথমে ক্যাপাসিটান্সের মান যেই Value তেই দেওয়া থাক না কেন, আপনি PF Value তে বের করে নিবেন!
- এবার PF Value তে যে মান পাবেন, তার প্রথম ও দ্বিতীয় সংখ্যা পাশাপাশি লিখবেন!
- এবার তৃতীয় সংখ্যা থেকে যতগুলো শুন্য পাবেন তা হিসাবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মান যেখানে লিখাছেন তার পাশে লিখুন!
চিত্র ও প্রতিক দেখুন!
একটু লক্ষ্য করুন,
- 1nF = 1000PF,
- 1µF = 1000000PF
- সিরামিক ও মাইলার বা মাইকা ক্যাপাসিটরের কোড বের করতে হবে !
- ক্যাপাসিটারের Value যদি pf এ দেওয়া থাকে তাহলে শুধু কোড বের করবেন! তবে ক্যাপাসিটারের Value যদি দুই সংখ্যার হয় তাহলে কোড বের করার দরকার নেই! যেমন 10pf এক্ষেত্রে এর কোড হবে 10
No comments:
Post a Comment