Thursday, June 27, 2013

Find out ur extra internet data usage on ur Android mobile set


আপনি অনেক কষ্টের টাকায় ইন্টারনেট প্যাকেজ ক্রয় করেন অথচ আপনার প্যাকেজের ডাটা দ্রুত
শেষ হয়ে যায়,আপনি কিছুই বুঝতে পারেন না । এই সমস্যা সারা বিশ্বের android ব্যবহারকারীর ।
আসুন সমাধান নিয়ে যান । তবে অবশ্যই আপনার ফোন রুট করা থাকতে হবে ।
আপনি কি জানেন আপনার ফোনে অনেকগুলো  apps আছে যারা Internet access permission
নিয়ে রেখেছে । অর্থাৎ আপনি ডাটা অন করলে তারা আপনার অজান্তেই ডাটা খায় ।
যাহোক , শুরু করি ।
১। এখান থেকে  LBE Privacy Guard apk (856 kb) download করুন ।
২। ইন্সটল করুন । ওপেন করুন । superuser permission চাইলে allow করুন ।
৩। আপনি তিনটি অপশন পাবেন ।

(ডাটা খরচ কমানোর জন্য )
৪। Internet Firewall এ প্রবেশ করুন । এখানে আপনি তিনটি অপশন পাবেন ।
ক) Usage- আপনি কি পরিমান ডাটা ব্যবহার করেছেন তা দেখতে পাবেন ।

খ)  Permission- আজকের আলচনার মূল বিষয় এটি । এখানে দেখুন কোন কোন application
এ  Internet access permission দেওয়া আছে । এবার আপনি আপনার প্রয়োজন মত সেগুলো
access বাতিল করুন । যেমন - আপনি প্লে স্টোর এর access বাতিল করলেন , কিন্তু আপনি যখন
প্লে স্টোর  ব্যবহার করবেন তখন আপনাকে আবার access পারমিশন দিতে হবে । এভাবে আপনার
ডাটা খরচ কমান ।

গ) Setting- এখানে আপনি মাসিক ডাটা প্ল্যান সেট করতে পারবেন ।

( আপনার Privacy র জন্য )
৫। Permission Manager- এখানে ৪ টি অপশন ।
ক) Permission- এখানে আপনি sms, phone call , phone state ইত্যাদি read করার
Permission কোন কোন apps কে দেওয়া হয়েছে তা  দেখতে পাবেন ।

খ) Apps- কোন apps কে কি কি Permission দিবেন তা নির্ধারণ করতে পারবেন ।

গ) Event log - আপনি কোন কোন অ্যাপ কে ফুল trust / allow করেছেন  তার লিস্ট ।

ঘ) Setting - Protection service on করুন ।

৬। Setting- প্রয়োজন মত অন করুন ।

আরও কিছু কথা - অপ্রয়োজনে আপনি data enable , data roaming , use wireless network
, use gps satellites , background data ,  account auto- sync চালু রাখবেন না । এতে
যেমন আপনার ফোনের ব্যাটারি খরচ কমবে , তেমনি ডাটা খরচ কমবে ।

No comments: